শরণখোলা উপজেলার পটভূমিঃ
১৯০৮ খ্রিষ্টাব্দে ভোলা নদীর পূব তীরে ৪টি ইউনিয়ন ও ৪৪টি গ্রামের সমন্বয়ে শরণখোলা উপজেলা নামক থানাটি স্থাপিত হয়। মোড়েল জমিদারদের আমলে বরিশাল থেকে আগত বিভিন্নভাবে বিপদগ্রস্ত শরনাথী মানুষ এই এলাকায় আশ্রয় গ্রহন করতো বলে এ অঞ্চলটি শরণখোলা নামে পরিচিতি লাভ করে। সুন্দরবনের সম্পদ সংরক্ষন ও এ অঞ্চলের শান্তি শৃংখলা রক্ষাথে থানাটি সৃষ্টি করে। বিংশ শতাব্দীর সপ্তম শতকে বতমান স্থানে শরণখোলা থানা স্তানান্তরিত হয়। কালক্রমে ১৮৮৩ সালে শরণখোলা থানা শরণখোলা উপজেলায় রুপান্তরিত হয়। পূবে এ উপজেলায় খুলনা জেলার অন্তগত ছিল। ১৯৮৪ সালে বাগেরহাট জেলা গঠিত হবার পরে শরণখোলা উপজেলা বাগেরহাট জেলার অন্তভুক্ত হয।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস