উপজেলা পরিষদ কার্যালয়
শরণখোলা বাগেরহাট।
উপজেলা পরিষদের মে/২০১৪ মাসের সভার কার্যবিবরণী
সভাপতি : মোঃকামাল উদ্দিন আকন
চেয়ারম্যান, উপজেলা পরিষদ
শরণখোলা, বাগেরহাট।
সভার স্থান : উপজেলাপরিষদমিলনায়তন
সভার তারিখ ও সময় : ২৯মে, ২০১৪খ্রিঃ, বেলা১১.০০টা
সভার উপস্থিতি/অনুপস্থিতি : পরিশিষ্ট ‘ক’।
সভাপতি উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন। স্বাগত বক্তব্য শেষে তিনি সভা পরিচালনার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানান। অতঃপর গত ২৪ এপ্রিল, ২০১৪ খ্রিঃ তারিখ অনুষ্ঠিত উপজেলা পরিষদ মাসিক সভার কার্যবিবরণী সভায় পাঠ করে শুনানো হয়। উক্ত কার্য্যবিবরণীর কোন সংশোধনী না থাকায় কার্যবিবরণীটি সর্ব সম্মতিক্রমে অনুমোদন পূর্বকদৃঢ় করণ করা হয়। অতঃপর নিন্মোক্ত ক্রমানুযায়ী আলোচনা ও তৎপ্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয়।
ক্রম | বিভাগেরনাম | আলোচনা | গৃহীতসিদ্ধান্ত | বাস্তবায়নে |
০১ | বাগেরহাট সদর উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট অনুমোদন | উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-০১ শাখা এর ২০ জুন, ২০১০ খ্রিঃ তারিখের প্রজ্ঞাপন মোতাবেক উপজেলা পরিষদের প্রতি অর্থবছরের বাজেট প্রণয়ন করার নির্দেশনা রয়েছে । তিনি বাগেরহাট সদর উপজেলাপরিষদের ২০১৪-১৫ অর্থবছরের বাজেট সভায় উপস্থাপন করেন (পরিশিষ্ট-খ)। এবিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
| (১) পরিশিষ্ট-খ এ বর্ণিত বাগেরহাট সদর উপজেলা পরিষদের ২০১৪-১৫ অর্থ বছরের বাজেট সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।(২)অনুমোদিত বাজেটের কপি সংশ্লিষ্টকর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করতে হবে।
| উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদর। |
০২ | ত্রাণ ও পূনর্বাসন | উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (অঃদাঃ), বাগেরহাট সদর সভায় জানান কাবিখা সাধারণ(১মপর্যায়) ১৩টি প্রকল্পের বিপরীতে ১৩২.০৩৩৭মেঃটন গমের কাজ ১০০% সম্পন্ন হয়েছে।নির্বাচনী কাবিখা (১মপর্যায়) ২০টি প্রকল্পের বিপরীতে ১৮০ মেঃটন গমের কাজ ১০০% সমাপ্ত হয়েছে।কাবিখা সাধারণ(২য়পর্যায়) ১৪টি প্রকল্পের বিপরীতে ৩০,৪০,৪৪৩/- টাকা এবং কাবিখা নির্বাচনী (২য়পর্যায়) বরাদ্দকৃত৩০,০০,০০০/- টাকার বিপরীতে ১০ টি প্রকল্পের অনুমোদন পাওয়া গেছে, কাজের অগ্রগতি ৫০%।কাবিটা নির্বাচনী ২য় পর্যায়ে সংরক্ষিত মহিলা আসন-১১ এর অনুকূলে ৩,৩৭,৫০০/- টাকার বিপরীতে ০২ টি অনুমোদিত প্রকল্পের কাজের অগ্রগতি ২৫%। এছাড়া তার বিভাগের অন্যান্য সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।
| সমূদয় প্রকল্পের কাজ যথাযথ ভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণের পাশাপাশি বিভাগীয় কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে।
| উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, বাগেরহাট সদর।
|
পাতা-২
ক্রম | বিভাগেরনাম | আলোচনা | গৃহীতসিদ্ধান্ত | বাস্তবায়নে |
০৩ | মাধ্যমিকশিক্ষা | উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান গত ০৭ মে, ২০১৪ তারিখ হতে অনুষ্ঠিত বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটারল্যাবে ১৫ দিন ব্যাপী মাধ্যমিক পর্যায়ের ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫ জন সহকারী শিক্ষককে “ICT Skill & Teacher’s Led Content Development” প্রশিক্ষণ প্রদান কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সকল বিষয়ের শিক্ষকদের বিষয় ভিত্তিক কারিকুলাম বিস্তরণ ট্রেনিং আগামী ১৮/০৬/১৪ তারিখ থেকে শুরু হবে ।সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতাগত ১০/০৬/১৪খ্রিঃ তারিখ সফলভাবে অনুষ্ঠিতহয়েছে ।উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে ৫,০০০/-(পাঁচহাজার) টাকা প্রদান করায় শিক্ষা বিভাগের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এসএসসি পরীক্ষায় শরণখোলা উপজেলার পাশেরহার ৯৩.৬৪% |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস