Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এলসিবিসিই কর্মসূচী

স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিট ক্ষমতায়ন কর্মসূচি (এলসিবিসিই)

 

 

এলসিবিসিই  হলো  কমিউনিটি ক্ষমতায়নকে ত্বরান্বিত করার একটি বিকেন্দ্রীভূত পদ্ধতি বা কৌশল । ইউনিসেফ ও  বাংলাদেশ সরকার জাতিসংঘ উন্নয়ন সহায়তা কাঠামো, ২০১২-২০১৬ এর আওতায় সহস্রাব্দ উন্নয়ন  লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া ২০টি জেলাকে  চিহ্নিত করেছে এই কর্মসূচি (এলসিবিসিই) বাস্তবায়নের  জন্য । এই কর্মসূচি বাস্তবায়নের  জন্য বিভাগীয় পর্যায়ে ইউনিসেফ ও বাংলাদেশ সরকার একটি যৌথ অংশিদারিত্ব কৌশলপত্র স্বাক্ষর করেছে । চিহ্নিত জেলাসমূহের প্রতিটি জেলা হতে দুইটি করে উপজেলা এবং প্রতিটি উপজেলার সকল ইউনিয়ন এই কর্মসূচির আওতাভূক্ত হয়েছে । সুবিধা বঞ্চিত মা ও শিশুদের নিয়ে গৃহিত বিভিন্ন বিভাগের কর্মসূচি বা কার্যাবলির মধ্যে একটি সুসমন্বিত সম্পর্কের মাধ্যমে একটি সম্মিলিত শক্তি সৃষ্টি করাই এলসিবিসিই এর উদ্দেশ্য।

 

এলসিবিসিই কর্মসূচীর - এর উদ্দেশ্য:

·        স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এলজিআই), নাগরিক সমাজের প্রতিষ্ঠান (সিএসও) ও সমাজভিত্তিক সংগঠন (সিবিও) এর সক্ষমতা বৃদ্ধি;

·        সামাজিক উন্নয়ন ও  দূর্যোগ ঝুকি হ্রাসকরণের জন্য উর্ধ্বমুখী  জন অংশগ্রহণমূলক পরিকল্পনা ও মনিটরিং ব্যবস্থার উন্নয়ন ও নেটওয়াকিং;

·        চিহ্নিত ব্যবধান ও অগ্রাধিকারসমূহের উপর সাধারণ ধারণা প্রতিষ্ঠা;

·        ফলাফলভিত্তিক মনিটরিং ও রির্পোটিং এর জন্য স্থানীয় ব্যবস্থাকে শক্তিশালীকরণ;

·        অভিষ্ট জনগোষ্ঠিকে কর্মসূচি বা সেবার আওতায় আনয়নের পথে প্রতিবন্ধকতাসমূহ চিহ্নিতকরণ এবং সেগুলো নিরসনের উপায় নির্ধারণ;

 

জেলা পর্যায়ে এলসিবিসিই-র অর্জনসমূহঃ

·        ইউনিয়ন পরিষদের তহবিলে শিশু পার্ক স্থাপন;

·        ইউনিয়ন , উপজেলা ও জেলা কনভারজেন্স সমন্বয় কমিটি  গঠন;

·        ইউনিয়ন, উপজেলা ও জেলা সমন্বিত ঊর্ধ্বমুখী পরিকল্পনা প্রনয়ণ;

·        ইউনিয়ন বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্ত করার জন্য ওয়ার্ডসভা শক্তিশালীকরন;

·        ইউনিয়ন বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্ত করা;

·        মা ও শিশু সম্পর্কিত ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালীকরন;

·        জেলা পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ইউনিয়ন গভার্নেন্স, উপজেলা গভার্নেন্স ও এলজিএসপি-২ প্রকল্পের বাজেটে শিশুদের বিষয় অর্ন্তভূক্তি করা;

·        ১৩টি ইউনিয়ন ও ২টি উপজেলায় দুর্যোগ বিপদাপন্নতা যাচাই ও দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে;

·        ১৩টি ইউনিয়নে ও ১১৭টি ওয়ার্ডে মা ও শিশুদের জন্য তথ্য বোর্ড তৈরি ও স্থাপন;

·        মা ও শিশুদের জন্য ইউনিয়ন ও উপজেলা পযার্য়ে সেবাসমূহের সহজ প্রাপ্তির জন্য সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের যোগাযোগের তথ্য

         সম্বলিত কী ফ্লাইয়ার ৪৫,০০০ তৈরি ও বিতরণ করা হয়েছে;

·        জেলা, উপজেলা ও ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি শক্তিশালীকরনের লক্ষ্যে ত্রৈমাসিক সভা করা ;

·        জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দিবস পালন যেমন : শিশু অধিকার সপ্তাহ উদযাপন, মিনা দিবস উদযাপন , জাতীয় স্যানিটেশন মাস উদযাপন, জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা দিবস পালন ইত্যাদি;

·        শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে জেলা পর্যায়ে তিনদিন ব্যাপি শিশু মেলার আয়োজন;

·        বার্ষিক প্রতিবেদন ২০১৩ তৈরি ও প্রকাশ;

·        জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জরূরী পরিস্থিতিতে শিক্ষার মানদন্ড নির্ণয় বিষয়ক মতবিনিময় সভা;

·        জেলা, উপজেলা ও ইউনিয়ন কনভারজেন্স সমন্বয় কমিটির সমস্যদের উর্ধ্বমূখী পরিকল্পনা প্রণয়ন বিষয়ক তিনদিনের  প্রশিক্ষণ;

 

**       বাগেরহাট জেলায় বাস্তবায়নাধীন এলসিবিসিই এর কার্যক্রম বিস্তারিত জানতে নিম্নের পিডিএফ ফাইলটি দেখুন--