Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সভার নোটিসসমূহ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

শরণখোলা, বাগেরহাট

  www.sarankhola.bagerhat.gov.bd

 

স্মারক নং-০৫.৪৪.০১০৮.০০০.০৬.০০১.১৩.১২৭৩(৪০)                                                      তারিখঃ ২২/১০/২০১৩ খ্রিঃ| 

 

-নোটিশ-

 

      শরণখোলা উপজেলার অক্টোবর/২০১৩ মাসের উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা আগামী ২৭-১০-২০১৩ খ্রিঃ তারিখ রোজ রবিবার নিম্ন স্বাক্ষর কারীর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে নিম্নে বর্ণিত সময় সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

 

ক্রমিক নং

সভার নাম

সময়

এজেন্ডা

০১

উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

১২.০০টা

ক) বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন

খ) আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা

গ) জঙ্গী তৎপরতা রোধ কল্পে জনসাধারণকে সচেতন/ উদ্বুদ্ধকরণ

ঘ) বিবিধ আলোচনা

 

 

গত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গৃহীত কার্যক্রমের বিবরণ ও আহুত সভায় আলোচনাযোগ্য বিষয়াদি সংক্রান্ত কার্যপত্র আগামী ২৪/১০/১৩ খ্রিঃ তারিখ সকাল ১০.০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করতে বিশেষ ভাবে অনুরোধ করা হলো। 

উক্ত সভায় যথা সময়ে প্রয়োজনীয় তথ্যাদি সহ উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকল সদস্যকে অনুরোধ করা হলো।

 

 

 

 

 

 

প্রাপকঃ

         .........................................................

         .........................................................

         .........................................................|

 

 (মোঃ আবদুল হালিম)

উপজেলা নির্বাহী অফিসার

শরণখোলা, বাগেরহাট।

 

স্মারকনং-০৫.৪৪.০১০৮.০০০.০৬.০০১.১৩.১২৭৩/১(৬)                                                   তারিখঃ২২/১০/২০১৩খ্রিঃ| 

 

অনুলিপি সদয় জ্ঞাতার্থে/কার্যার্থেঃ

 

 

০১।মাননীয় সংসদ সদস্য, বাগেরহাট-২।তাঁকে মাননীয় উপদেষ্টা হিসাবে উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য

    বিনীত ভাবে অনুরোধ করা হলো।

০২।বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বাগেরহাট।

০৩।প্রফেসর কার্ত্তিক চন্দ্রপাল, সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাগেরহাট।তাঁকে পর্যবেক্ষক হিসাবে উক্ত

    সভায় উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ করা হলো।

০৪|  ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শরণখোলা, বাগেরহাট।

 

    উপজেলা পরিষদ মিলনায়তন ব্যবহার উপযোগীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

০৭।অফিস কপি।

 

 

উপজেলা নির্বাহী অফিসার

শরণখোলা, বাগেরহাট।

 

 

                                                                                                                     উপজেলা পরিষদ কার্যালয়

                                                             শরণখোলা, বাগেরহাট|

 

 

স্মারক নং-উপ/সদর/বাগের/১৩-                                                                                            তারিখঃ২১/১০/২০১৩খ্রিঃ| 

-নোটিশ-

 

      শরণখোলা উপজেলার অক্টোবর/২০১৩মাসের উপজেলা পরিষদ মাসিক সভা আগামী ২৭-১০-২০১৩খ্রিঃতারিখ রোজ রবিবার চেয়ারম্যান, উপজেলা পরিষদ, শরণখোলা উপজেলা এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে নিম্নে বর্ণিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

 

ক্রম

সভারনাম

সময়

এজেন্ডা

০১

উপজেলা পরিষদ
মাসিক সাধারণ সভা

১১.০০টা

ক) বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন

খ) বিভাগীয় প্রধান/ইউঃপিঃ চেয়ারম্যানদের নিকট হতে প্রাপ্ত বিগত 

   সভার সিদ্ধান্তের আলোকে গৃহীত কার্যক্রম পর্যালোচনা

গ) পুরাকীর্তি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আলোচনা

ঘ) মানসম্মত শিক্ষা, জনসেবা এবং দুর্নীতি বিরোধী কর্মসূচী বাস্তবায়ন

ঙ) বিবিধ আলোচনা

 

গত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গৃহীত কার্যক্রমের বিবরণ ও আহুত সভায় আলোচনাযোগ্য বিষয়াদি সংক্রান্ত কার্যপত্র আগামী ২৪/১০/১৩খ্রিঃ তারিখ সকাল ১০.০০ টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ নিশ্চিত করতে বিশেষভাবে অনুরোধ করা হলো। 

উক্ত সভায় যথা সময়ে প্রয়োজনীয় তথ্যাদিসহ উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকল সদস্যকে অনুরোধ করা হলো।

 

 

 

 (মোঃকামাল উদ্দিন আকন)

 

চেয়ারম্যান

উপজেলা পরিষদ

সভাপতি

উপজেলা পরিষদ মাসিক সভা

 বাগেরহাট।

 

                                               গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

                                               উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়

                                                শরণখোলা, বাগেরহাট

 

 

স্মারকনং-০৫.৪৪.০১০৮.০০০.০৬.০০২.১৩.১২৫৫/১(৫০)                                                     তারিখঃ২১/১০/২০১৩খ্রিঃ| 

অনুলিপি সদয় জ্ঞাতার্থে/কার্যার্থেঃ

০১।মাননীয় সংসদ সদস্য, বাগেরহাট-4। তাঁকে মাননীয় উপদেষ্টা হিসাবে উক্ত সভায় উপস্থিত হওয়ার জন্য

    বিনীত ভাবে অনুরোধ করা হলো।

০২।জেলা প্রশাসক, বাগেরহাট।

০৩।মেয়র, বাগেরহাটপৌরসভা, বাগেরহাট।

0৪|   ভাইসচেয়ারম্যান/ মহিলাভাইসচেয়ারম্যান, উপজেলাপরিষদ, বাগেরহাটসদর, বাগেরহাট।

০৫।উপজেলা.................................. অফিসার, বাগেরহাটসদর, বাগেরহাট।

 

 

(মোঃআবদুল হালিম)

উপজেলানির্বাহীঅফিসার
বাগেরহাটসদর, বাগেরহাট।