বাগেরহাট জেলার সর্ব দক্ষিণে অবস্থিত শরণখোলা উপজেলা। উপজেলাটি চারটি ইউনিয়ন নিয়ে গঠিত। যথাক্রমে ১. ধানসাগর, ২. খোন্দাকাটা, ৩.রায়েন্দা, ৪. সাউথখালী, শরণখোলা উপজেলার উত্তরে মোড়লগঞ্জ উপজেলা, পূর্বে বলেশ্বর, পশ্চিম ও দক্ষিণে ম্যানগ্রোভ সুন্দরবন, শরণখোলা উপজেলাটি ২২০৩৯ উত্তর অক্ষাংশ এবং৮৯০৪৭ পূর্বদ্রাঘিমাংশে অবস্থিত। শরণখোলার মোট আয়তন ১৫১.৯৭ বর্গকিলোমিটার (৭০.৩৮বর্গমাইল)। বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা বলেশ্বর নদীর তীরবর্তী ও সুন্দরবনের কোল ঘেসে অবস্থিত।প্রাকৃতিক প্রভাব ও ভৌগলিক অবস্থানের উপরভিত্তি করে উপকূলীয় এলাকা দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন তীরবর্তী এবং অন্তবর্তী উপকূলীয় এলাকা।মানচিত্রে শরণখোলার শরণখোলার অবস্থান http://sarankhola.bagerhat.gov.bd/node/1139723
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস