Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিএডিসি বিজ

)উপাদিত বীজ প্রক্রিয়া জাত পূর্বক কৃষকদের নিকট বিতরণ।
খ)প্রতিযোগিতা মূলক বাজারে কৃষকদের জন্য ন্যায্য মূল্যে কৃষি উপকরণ(বীজ,সার, সেচ সুবিধা ইত্যাদি) সরবরাহ নিশ্চিত করা এবং উপকরণ বিতরণ ব্যবস্থা বেসরকারি করণের ফলে কৃষক পর্যায়ে উদ্ভূত সমস্যা বলী দূরী করণের লক্ষ্যে কৃষি বাজার ব্যবস্থা পনী উন্নয়ন করা।
গ)কৃষিউৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নতজাতের বীজ উৎপাদনও বিতরণ কার্যক্রম কেত্বরান্বিত করা;
ঘ).উন্নত বীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়া জাত করণ, সংরক্ষণ, বিপণন এবং সীমিত আকারে বীজ শিল্পউন্নয়নে বেসরকারী প্রতিষ্ঠান/ ব্যক্তিকে সেবা প্রদান;
ঙ)সব্জী, চারা, কলমএবংউদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ;
চ)সব্জী,চারা,কলম এবং উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারনণ।
ছ) দানা জাতীয় শস্য,পাট ও অন্যান্য শস্যবীজ উৎপাদন ও উন্নতমানের বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান
জ) শংকর বীজ উৎপাদন ও বাজার জাত করণ।
ঞ) আলুসহ উদ্যান ফসলের বীজ/চারা উদপাদনের পাশাপাশি ব্যক্তি খাতে বাণিজ্যিক উৎপাদনের নিমিত্তে প্রয়োজনীয় প্রশিক্ষন ও কারিগরি সেবা প্রদান।
ট)উদ্যান ফসলের অভ্যমত্নরীণ/ রপ্তানী বাজার সম্প্রসারনের ভৌত সুবিধা ও প্রযুক্তিগত উন্নয়ন এবং এতদ সংক্রমত্ম সহায়ক সেবা প্রদান।